Basic Photography : What is Shutter speed. What is the application of Shutter speed?
শাটার স্পিড নিয়ে বেশি কিছু বলার নেই। ডিএসেলার এ শাটার স্পিড মূলত
ব্যাবহার করা হয় মুভমেন্টের ছবি তোলার জন্য। শাটার স্পিড বলতে আমরা বুঝি,
আমার ক্যামেরার ইমেজ সেন্সরের শাটার (image sensor) একটি নির্দিষ্ট সময় পর
পর খুলছে বন্ধ হচ্ছে ( it means expose) যখন খুলছে তখন আলো প্রবেশ করছে এবং তুমি যখন ছবি তুলার জন্য ক্লিক করেছ
সাথে সাথে শাটার ক্যামেরার ইমেজ সেন্সরকে (image sensor ) কে বন্ধ করে দিয়ে
গতিশীল বস্তুর একটি স্থির ছবি তুলছে।
ধরো তুমি
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার জন্য সুন্দরবন গেলা। টাইগার পয়েন্ট এসে তোমার
সাথে বাঘ মামার দেখা হয়ে গেল। সাথে সাথে ডিএসেলার অন করলা। এখন দেখলা
বাঘটি ধিরে ধিরে ডান পাশে হেঁটে যাচ্ছে। এক্ষেত্রে তোমার স্লো শাটার হলেই
চলবে। শাটার স্পিড ১/৫০ সেট করে ছবি তুলে ফেললা এবং একটি স্পষ্ট ছবি পেয়ে
গেলা।
এবার দেখলা বাঘটি দৌড়াচ্ছে শিকারের উদ্দেশ্যে। এখন কি আর স্লো শাটার এ
ছবি তুললে হবে? মোটেও হবেনা। শাটার স্পিড ১/৫০ সেট করে ছবি তুললে তোমার
ছবি ব্লার আসবে, তুমি বাঘকে কেপচার করতে পারবেনা। তোমাকে শাটার স্পিড ১/১২৫
থেকে ১/২৫০ তে রেখে ছবি তুলতে হবে, তবেই তুমি বাঘকে কেপচার করতে পারবা। আর
ছবি তুলার সময় আমাদের যাদের হাত কাঁপে, আমরা যখন নরমাল ছবি তুলব তখন, আমরা
যারা ১০০mm বা ২০০mm লেন্স ব্যাবহার করি, আমরা শাটার স্পিড ১/১০০ আর যারা
২০০mm লেন্স ব্যাবহার করি আমরা শাটার স্পিড ১/২০০ রেখে ছবি তুলব কারন
হাত কাপলে নিখুঁত ছবি তুলা সম্ভব হয় না।
No comments:
Post a Comment