Tuesday, March 26, 2019

Basic Photography: ISO

Basic Photography - ISO:
ফটোগ্রাফি মানে আলো নিয়ে খেলা করা এটা আমরা সবাই জানি। আলো নিয়ে খেলা করতে হলে আলোর প্যারামিটার সম্পর্কে জানতে হবে আমাদেরকে কিভাবে আসলে আলোটাকে কন্ট্রোল করতে হবে। প্যারামিটার বলতে আমরা ISO, Shutter Speed, Apeture বুঝি।
আজ আমি কথা বলব আই.এস.ও (ISO) নিয়ে। কিভাবে আলোর এই প্যারামিটার আমি কন্ট্রোল করে ভালো ছবি তুলব। ডিএসেলার এ আমরা ISO বাড়িয়ে বা কমিয়ে আমরা আলোর এই প্যারামিটার কন্ট্রোল করি, ISO বাড়ানো বা কমানো হল আলোর ধারন ক্ষমতা বাড়ানো বা কমানো সোজা কথায় আলো বাড়ানো বা কমানো। দিনের বেলা আমি যখন ছবি তুলতে যাব, ধর রদ্রউজ্জল দিনে, তখন আমি ISO ১০০ বা ২০০ তে রেখে ছবি তুলতে পারি তবে অবশ্যই আমাকে দেখতে হবে ISO ১০০ রাখলে ছবিটা ভাল আসবে নাকি ২০০ রাখলে ভালো আসবে, ২০০ তে রাখলে হয়ত দেখা যাবে ছবিতে আলো বেশি থাকার কারনে ছবি বাজে দেখাবে কিন্তু ১০০ রাখলে বাইরের আলোর সাথে ক্যামেরা ব্যালেন্স করতে পারছে এবং সে ক্ষেত্রে একটা ভালো ছবি আমি তুলতে পারব। 





আর আমার প্রাপ্ত অভিজ্ঞতা থেকে বলছি ISO যখন ১৬০০ কিংবা ৩২০০ এ রাখবা তখন ছবিটা ঝিরঝির দেখাবে যেটাকে আমরা বলি “ডিজিটাল নয়েস” (Digital Noise) এই ডিজিটাল নয়েস একটি ছবিকে বাজে করে দেয়ার জন্য যথেষ্ট। মেঘলা আবহাওয়ায় তুমি ISO ৪০০ কিংবা ৮০০ রেখে ছবি তুলতে পার। আর ইনডোরে ছবি তুলার সময় ISO ১৬০০ কিংবা ৩২০০ রেখে ছবি তুলতে পার। তবে শুধু ISO দিয়ে ত আর ছবি তুলা হয় না, ISO এবং Apeture ব্যালেন্স করে একটি ছবি তুলতে হয়।

No comments:

Post a Comment

My Cousin, Meenam Birthday Celebration